মানুষের দাবী করছে তারা খাটি মানুষ নয়
মানুষের ভীড়ে মানুষ সেজে করেছে অভিনয়।
ছিনতাই করে চলে তারা ছিনতাই তাদের পেশা
ছিনতাই করা অর্থ দিয়ে রাত্রে করে নেশা।
গরীব দুঃখী চিনে না তারা চিনে শুধু টাকা
ছিনতাইকারী অলিতে-গলিতে আছে শহর ঢাকা।
দিন দুপুরেই করে এমন, বলেনা কেউ কিছু
যদিও কেউ বলে তবে ছাড়ে না তার পিছু।
ধরতে পারলে উত্তম-মাধ্যম খসিয়ে তারা মারে
এই ভয়ে আর বলার মত কেউ সাহস না পায়।
নতুন কেউ দেখলে তারা সেজে যায় সাধু
ছাড় দেয় না লোকটি যদি হয় বয়সে দাদু।
যা আছে সব লুটে নেয়, রাখে না কিছু বাকি
আপন মানুষ ও ছাড় দেয় না দিতে তারা ফাঁকি।
হঠাৎ যদি ফুরিয়ে যায় হাত তার খরচে টাকা
অলিতে-গলিতে খুঁজে ধরবেই কাউকে শহর ঢাকা।
আটকে রেখে চাইবে তারা তাহার মুক্তিপণ
হুমকি দিয়ে বলবে আবার শেষ করিবে জীবন।
টাকা দিয়ে নিচ্ছো ছাড়িয়ে দিচ্ছ মুক্তিপণ
এভাবে আর চলতে দেবে তোমরা কতক্ষণ?
যদি পারো রুখে দাড়াও করো প্রতিবাদ
ধরতে পারলে ভেঙে দাও ছিনতাইকারীর হাত।