রাস্তার মোরে এক বৃদ্ধা তালা হাতে করিতেছে ভিক্ষা,
কিছুদিন আগেও দেখেছিলাম তাহার আছে বড় এক অট্টালিকা।
জানতে ইচ্ছে জাগিলো আমার জিজ্ঞাস করিলাম আমি।
মা ভিক্ষা করিতেছো কেন তুমি?
বৃদ্ধা মা দীর্ঘশ্বাস ফেলিয়া বলিলো আমায়
ভিক্ষা করছি বাবা বিধাতার লিখন কপালে আছে যে তাই।
বৃদ্ধা আসল কারণ বলে নাই, তাই জিজ্ঞাস করিলাম আমি আবার।
কি হয়েছে মা বল আমায় একবার।
আমি তো মা দেখিছি তোমায় আছে তোমার বড় অট্রলিকা,
তাহলে কেন আজ তুমি রাস্তায় তালা হাতে করিতেছ ভিক্ষা?
আবারো দীর্ঘশ্বাসে বলিলো একটু হেঁসে..
সন্তান আমার বড় হয়েছে করিয়েছি তাকে বিয়ে
বৃদ্ধা আমি করিতে পারিবেনা সেবা বলিল ছেলের বউে
সন্তান আমায় তাড়িয়ে দিল তালা হাতে দিয়ে।
বৃদ্ধা মায়ের কথা শুনে চোখে আসিয়া গেল পানি।
বলতে পারি নাই আর কিছু আমি,
মাথা নিচু করে ফিরিয়া আসিলাম বাড়ি।