একুশ তোমার জন্য,
মোরা আজ অনন্য।
তুমি দিলে লহু,
মরল সকল পশু।।
বাচালে তুমি মান,
সব ভাষা পেল প্রাণ।
একুশ মানে বাংলা,
বাংলা মানে একুশ।।
দুটি আজ অপরূপ,
যেন একি মায়ের ;
দুটি শুভ্র শ্যামল
শ্রীশ্রী মায়াবী রূপ।।
তোমায় স্মরে উত্তর
থেকে দক্ষিণ মেরু,
তোমার পেটে কভু
হয়নি অধম - ভীরু।।
এসেছে উদরে
রফিক সালাম বরকত,
যারা লহু ঢেলে
পেল শুভ্র হায়াত।।