স্বাধীনতা , তুমি নও গণিকা।
করোনা ভণিতা, হও সেবিকা।
জানি তোমায়, সহদোর কিংবা মা।
বেহায়াপনা _ উলংগপনা,
নৃত্য কিংবা বল্গাহীন কামণা,
কোনটি যে মানায় না। হোক না তা,
জল্পনা _ কল্পনা বা ছলনা।
তুমি ও নারী, হরিণ চপলি,
প্রয়াণ পানে হাঁট নিরবধি।
আনমনে _ সাদা মনে, অরণ্যে,
গন্তব্যে সদা মজে তারুণ্যে।
তোমার সরলতা যেন তাহা,
কিশোরীর অনি:শেষ প্রেমের মায়া।
তৃষ্ণা মিটায়, শুভ্র মনের কায়া।
অসুর সত্তায় মজে, সদা হাসে,
বরবরতায় শীষ দেয়, নেকড়ের পালে।
ভয় করি ভালবেসে, মরি তাই,
পাব তোমায় নিরুদ্দেশ প্রান্তরে।
আমি ভীরু, শক্তি শেষ প্রায়।
স্বপ্নচারী, তোমার জেগে উঠায়।