শোন আব্বু, আমরা তোমারি জান।
বেসেছ ভালো, দিয়েছ মন- প্রাণ।
তুমিও ছিলে দাদি দাদার জান,
ছোট, তাই অদেখাতেই মন আনছান।
তুমিও পেলে, দাদার পরিণাম!
তোমাকে ভালবাসি, না জানলাম
সস্তা নাকি চড়া স্বর্গীয় দাম।
তবু তোমায়, অসীম ভালবাসলাম।
কিছু কাজ করেছ, দিয়ে মন- প্রাণ।
সাধণা তোমারি, মানব কল্যাণ।
খান্নাস- মানবরূপী যত শয়তান,
তোমায় টলাতে নিত্য কষছে টান।
টলোনা, মোদের হৃদয় ভেংগোনা।
করোনা বদনাম, সইবেনা এই প্রাণ।
ওরা দেখায় স্বপ্ন, আকাশ সমান!
যাক্কুম খেলেই বুঝবে তার পরিণাম।
মেঝো দাদার কথা কর স্বরণ।
মুল্য বাড়ায়নি, করেছে হরণ।
হায়! ফিরে এলো আবার কৃষ্ণদিন।
ভাবেনি তো কেউ, আসবে এমন দিন।
দয়াময় পাক জাত রব্বুল আলামীন,
এপারে ওপারে করোনা হীন।
আমরা তো গরিব-দু:স্থ, সম্বলহীন।
দিও দ্বীন, দু:খ যেন হয় বিলীন।।