খটাখট বুট ফেলে,
দখলদার যায় চলে।
বীর মিয়া ওঁতপেতে,
বাঁশঝাড়ে কৌশলে ;
বধ করার পণ নিয়ে,
থাকেন রই নির্ভয়ে।
মারলেন গ্রেনেড ছুড়ে,
দেহ গেল উড়ে।
বীর বেশে বীর দেশে,
বীরভাই সদা খোঁজে,
সৈন্য সৈন্য সৈন্য!
বধ করে হন ধন্য।
এমনি করে যায়,
নয়টি মাস ওরে হায়!
দেখেনা স্বজনের,
প্রতিবেশী পরিজনের ;
মায়া মাখা ছায়া।
নেইকো দুখ- শোকগাথা,
ছেয়েছে বীর যুবা।
ধন্য আজি ধন্য,
বীর ভাই আজি ধন্য।
তার চাওয়া, আজ পাওয়া।
সালাম জানাই তোমায়,
তুমিই মায়ের আশা।।