মোদের সেকাল, আনন্দকাল।
রইবে মনে, রই যতকাল।
মোদের সময় ঘন ঘন,
আছে যত নানা সম;
হাসতেন- খেলতেন প্রেমিক সম।
তাদের দেখে কুটি হয়ে,
কেউবা আবার আঁতকে ওঠে;
পালিয়ে যেত বাঁশ ঝাড়ে।
সেসব দেখে, আগ বাড়িয়ে ;
আসতো মামা, সাহস দিতে।
যেতাম মোরা মামা বাড়ি,
উড়ত শত ইচ্ছা ঘুড়ি।
রইলো না আর মামা বাড়ি,
এখন সবাই শহর মুখী!