জীব হতে প্রাণ,  
শিক্ষায় ইনসান।
জ্ঞান প্রাবরণ,
তা প্রস্বাপন।
জ্ঞান প্রহরণ,
তা প্রস্ফুরণ।
ধ্যান জ্ঞানহীন প্রাণ,
তা প্রহসন।
জ্ঞান প্রস্রবণ,
যেন প্রাক্তন।
ছাত্র প্রেষণ,
স্বয়ং প্রেষণ।
কর ধ্যান জ্ঞান,
হও প্রিয়মাণ।।