তুমি চন্চল হয়েছ কিন্তু ভালোবাসতে জানোনি চোখ রাঙাতে শিখেছ কিন্তু মমতার বর্নিল আভায় হৃদয়কে প্লাবিত করতে পারোনি।
তুমি স্নেহের কথা পড়েছ কিন্তু রাগিনির উপমা উৎপ্রেক্ষা বসাতে পারোনি,
তুমি নান্দনিকতা শুনেছ কিন্তু তার মূলত্ব জানোনি।
তুমি প্রতিশোধ নিতে জেনেছ কিন্তু অনুরাগ শেখনি,
তুমি রাগ করতে জেনেছ কিন্তু বশ করতে শেখনি।
তুমি সত্যের গায়ে আগুন দিতে শেখেছ কিন্তু মিথ্যের ভরাডুবি আনতে পারোনি।
তুমি সধবা বিধবা করতে শেখেছ কিন্তু স্বামী হারা নারীর আর্তনাদ শোননি।
তুমি মারতে শেখেছ কিন্তু মৃত্যুর দৃশ্য দেখোনি,
তুমি "অনেক বৃষ্টি ঝড়ে তুমি এলে"শিখেছ কিন্তু "আসসালাতু খায়রুন মিনান নাউম "শোন নি।
তুমি বিশাল বিশাল বৃিজের স্বপ্ন দেখেছ কিন্তু "রিয়াজুল জান্না"র কথা মোটেই শোননি।
তুমি "আমার সোনার বাংলা "শোনেছ কিন্তু কোরান হাদিসের সুর তোমাকে আপ্লুত করেনি।
তুমি তোমাকে চিনেছ কিন্তু তোমার আমিত্বকে মোটেই চিনলেনা।
সুতরাং তুমি ছন্দহীন পর্বহীন মাত্রাহীন কবিতা যা আমৃত্যু মনে রাখার কিছু নয়।।
৬/১১/২০১৭