তুমি রাব্বুল আলামিন তুমি রাব্বুল আলামিন
তোমার দেয়া ভালোবাসা যে থাকবে চিরদিন
রাতের ঘুমে স্বপ্ন দেখাও ভোরে জাগাও আমায়
তোমার রহমে ফুটে যে ফুল মরু সাহারায়
তোমার দয়ায় স্নেহ মমতায় পৃথিবীর এই জমিন
ফুলে ফলে ভরে ওঠে দরদে থাকে মন অমলিন।।
মায়ার বাঁধনে রাখলে জড়িয়ে তুমি আমাদের
তোমার তুলনা হয় না কারো সাথে সৃষ্টি করেছ যাদের
তুমি দু;খ দাও বলে সুখের আশায় ঘুরি মোরা
তবুও আশায় নিরাশায় নিশিদিন আমাদের হয় ঘোরা
তোমার সিফত গুনা শেষ হয় না কখনও কোনদিন
তুমি রাব্বুল আলামিন তুমি রাব্বুল আলামিন।।
ঝড়ের আঘাতে তুমি ভেঙে দাও শত বৃক্ষরাজি
আকাশে দাও তুমি জোছনায় ফুটা তারকারাজি
আঁধার রাতে পথ চলায় তুমি দাও যে জোনাকি
তোমার চোখ আজ অবধি দিতে পারেনি কেউ ফাঁকি
তোমার রহমে এই পৃথিবীতে আমরা বাঁচি রাত্রদিন
তুমি রাব্বুল আলামিন তুমি রাব্বুল আলামিন।।
২৯|১|২০২২