তুমি এত সুন্দর করে সত্যকে মিথ্যে বলো
এত আকর্ষণীয় ভাষা ব্যাবহার করো
যা শুনে মনে হয় তুমি আরবের ক্বাব কবি থেকেও পটু ছান্দসিক।
তুমি ত্রিপটক শুনতে পছন্দ করো
কোরানের শব্দময়তায় জংলী সু্র বলে নিজকে লুকোয়,
তুমি তাসবিহ পড়ো বেদের শ্লোক মুখস্ত করে
তোমার মন ঠান্ডা হয় কোরনের সুর পাগলকে মেরে।
তুমি তা্ঁকে সরাতে চাও যে তোমার ক্ষতি করতে মোটেও চায়না,
তুমি ত জানো হামামের নাম মানুষ খুব কমই নেয় ও জানে কিন্তু ফেরাউনের নাম সবাই জানে ও চিনে
অথচ পরামর্শ দাতা ছিলো হামাম যে ফেরাউনকে আল্লাহর পথ থেকে সরিয়ে দিয়েছে।
সমগ্র বিশ্বের মানুষ এখন শুধু ফেরাউনকে জানে খারাপ হিসেবে।
তুমি ও তাই হয়েছ নস্ট পরামর্শদাতার কথায়
কিন্তু এমনটিত হওয়ার কথা ছিলো না কেননা তুমি জ্ঞানী পড়া লেখা জানা মানুষ।
তোমার এক চোখে মানুষ দেখানো বার্তা
আর অন্য চোখে সুমানুষ মারার ইশারা
তাতে লাভ কী বলো? আঠারশত বছর বেঁচেও ত নির্মম ভাবে মরতে হয়েছে, ফেরে যেতে হয়েছে তা্ঁর কাছে!
মনে রেখো জীবনে যৌবন সারা জীবন থাকেনা
ধীরে ধীরে ভাটা পড়ে কখনো সুকিয়ে যায় প্রমত্ত নদী।
বড় বড় মাছ আসেনা আর ওখানে, চলেনা বিশাল বিশাল জাহাজ।
শুধু সুবীর সুকোয়না আমর বিন জামের মত;
এঁদের সমগ্র শরীরের ভার ত তিনি নিয়েছেন যাঁর সৃষ্টিতে আজ তুমি আমি এত বীরত্ব দেখাই।
শুন রাগ তখনই মানায় যে রাগ শুধু অন্যায় ও জুলুম কারীদের টুটি চেপে ধরে।
তুমি জান না আল্লাহ কোটি কোটি বেয়দবকে প্রকাশ্যে অপ্রকাশ্যে শাস্তি দিয়েছে ইহলৌকিক জীবনে।
সঠিক পথ ধর, সময়ের শকটে তোমাকে চড়তেই হবে কেননা এটি নির্ধারিত।
২৫/১০/২০১৭