কুয়াশায় পরেছে যেন দেশটি ছুড়ি
থরথরিয়ে কাঁপে যেন শীতে বুড়ি।
বৃক্ষরাজির পত্র রাজি ঝরে নিয়ত
গরীবের কুঠিরে শীত হানা দেয় প্রতিনিয়ত।
আত্মীয়ের ঘরে ঘরে শীতের পিঠা খায় বেয়াই
পথে ঘাটে ক্ষুধায় মরে দেখি কতো টোকাই।
ভোরের সোনালী রোদে ভরে যায় মাঠ
মক্তবে মক্তবে শিশুরা করছে কুরআন পাঠ।
কৃষক লাঙ্গল জোয়াল গোরু নিয়ে যায় মাঠে
বৃদ্ধ মাতা পিতা লেপ গায়ে দিয়ে শুয়ে থাকে খাটে।
দিগন্তব‍্যাপিয়া মাঠে ধানের ছাড়া হয় রোপন
কৃষক কৃষাণী তাই নিয়ে ভবিষ‍্যতের দেখে স্বপন।
পাখপাখালিয় কলকণ্ঠ মুখর থাকে আবার
সেই সুর লহরিতে হৃদয় শান্ত হয়ে যায় সবার।
ফুলের কলিরা রাত কি ভোর বিহানে ফোটে
আনন্দে আহ্লাদে ম‍ৌমাছিরা তাই দেখে ছোটে।

৯|১|২০২১