কি ছিলাম আমি
তা শুধু জান তুমি।
এই জীবন ব্যায় করেছি আমি তোমার পথে,
মৃত্যুর পরোয়ানা এনে দিয়েছে মিথ্যের অজুহাতে।
তুমি তার বিচার করিও ওগো অন্তর্যামী।।

কত যে অবিচার করেছে তারা,
অন্যেরা আনন্দে হয়েছে সারা।
শুধু তোমারই পথে ছিলাম বলে,
এই কারগারে মৃত্যুর পরোয়ানা মেলে।
তুমিত জান আমিত কোন লোভে পড়িনি।।

রাত দিন কুরান হাদীস পড়ে কেটেছি সময়,
বই লিখে বাকী টুকু কাটিয়েছি নিশ্চয়।
লোভের অফার দিয়েছি ছুড়িঁ,
দিতে চেয়ে ছিল টাকা কাড়িঁ কাড়িঁ,
শত চেষ্টায় ও আমি টলেনি।।
কি ছিলাম আমি,
তা শুধু জান তুমি।
এই জীবন ব্যায় করেছি আমি তোমারই পথে,
মৃত্যুর পরোয়ানা এনে দিয়েছে মিথ্যের অজুহাতে

তুমি তার বিচার করিও ওগো অন্তর্যামী।

৮/৭/২০১৮