লীডার তুমি আসবে বলে
বিশাল জনতা
সেই কখন থেকে ভীড় করছে
শুধু তোমাকে দেখার জন্য
তোমার সুরেলা ভাষণ শোনার জন্য
যে তুমি বিশাল জন সমুদ্রে দাড়িঁয়ে
সব ওয়াদা দিয়ে
আশায় প্রত্যাশাীত মুখর জনতাকে
আবেগাপ্লুত করছ,পাচ্ছ হাতে তালী।
আবার তোমার মিথ্যে সত্য ভাষণ শোনে
মানুষ আশ্বস্হ হয়
আর দলে দলে গিয়ে ভোট দেয় তোমাকে জেতাতে।
কিন্তু শেষতক তুমি জেতেও যাও অজেতায়
অথচ তোমাকে আর বছরের পর
খোজেঁও পাওয়া যায়না অশিক্ষিত জনগণ।
এমনকি কখন কখন তোমার কাছেও কেহ ভিড়তে পারেনা
এভাবে বছর কাটে বছরের পীঠে আবার আসে
তোমার মঞ্চ সাজানোর পালা
তুনি গণ সংযোগ শুরু কর
কিছু জনতাকে টাকা দিয়ে।
আবার তুমি ভাষণ তৈরী করছ আবার ওয়াদা করছ
কিন্তু সময় যে পাল্টায় তাকী তুমি বুঝনা লীডার??
৫/৭/২০১৮