ছেলে এখন গাছে
আনন্দে মন নাচে।
আড্ডা মারে বাসে
প্রাণ খুলে যে হাসে।
ইংরেজীকে বাংলা বলে
বানানটাকে নানান চলে ;
বলছে ভুরী ভুল,
পড়া লেখার ধার ধারেনা আনন্দে ব্যাকুল।
তবে ফাটফাটির নাট্যশালায়,
তার মত কি কেউ জ্বালায়?
ফেইস বুকের স্ট্যাটাসে সে,
এগিয়ে চলে বাহ বাহ আসে যে।
হ্যান্ডসামতো বটেই বটে,
কাজ কর্মে তা্কে ডাকে।
তাইতো বাবা সুখে পাগলপারা,
তিনি নাকী নেতার আসল পারা।
অর্ম কর্ম জ্ঞান গরিমা নাই যে কিছু তার,
পারলৌকিক পুল সেরাত কেমনে হবে পার।
এমন ছেলে ঝুলছে কত গাছে,
জানিনা আমাদের রয়েছে কী পাছে।
হোকনা কিছু ভালো,
আসুক পড়া লেখার আলো।
তাতে মানুষ কি তাতো বুঝা যাবে,
জানতে হ লে পড়তে হবে জানা যাবেনা তা খা''বে।
৭/৯/২০১৭