একুশ আমারি অহংকার
দীপ্ত অঙ্গিকার
মায়ের ভাষায় কথা বলা
ন্যার্য অধিকার।
পাখির কন্ঠে যে গান শুনি
রাত্রি নিশি ধরে
সেই গানের সব ক'টা সুর হয়
আমার ভাষার সুরে
আদায় করতে তাই শিখেছি
আমার স্বাধিকার।
আমার বুকের সব ক'টি সুখ
এই ভাষারই জন্য
ভালোবাসায় মন জুড়িয়ে
হলাম আমি ধন্য।।
হাসতে গিয়ে কাঁদতে গিয়ে
বলেছি যে কথা
সেইতো আমার মায়ের ভাষা
দু;খ সুখে গাঁথা।
আমার ঠোঁটে কয় অবিরাম
নিয়ে অধিকার।।
11/2/2022