আজকাল ছেলেরা হয়ে গেছে দুষ্ট,
মা বাবা তাই করে শুধু কষ্ট।
পড়া লেখার ধার ধারেনা হয়ে গেছে গ্রেট,
জীবনের মোড় তাদের ঘুরিয়ে দিয়েছে ইন্টারনেট।
সময় অসময় থাকে শুধু ঐখানে,
চোখ মেলেও দেখতে চায়না বইখানে।
কারু মাতা পিতা প্রায়শ ভয় করে,
কেননা তাদের ছেলেরা নাকী নামাজ পড়ে।
তাই দেখে ছেলেরা মাতা পিতাকে বলে,
ভয় করো কেন কিসের ছলে?
যদি হান্জেলা (রা)'র কথা জানতে,
যদি সা'দ (রা)'র কথা শু নতে ;
তবে উল্লসিত হয়ে আমাদের বলতে সবাই,
"আমরা যেন এই পথ থেকে সরে না যাই।
নোংরামী মার্কা সন্তানদের জন্য গর্ব হয় না কোন দিন,
সুসন্তানের জন্য গর্ব হয় মৃত্যু পরবর্তী দি ন।
২৭/১১./২০১৭