কারাগার হয় যদি আমার বাড়ী,
নিওনা নিওনা ওগো তাহা কাড়ী।
আমৃত্যু আমায় এখানেই রেখ তুমি,
আমার তাতে হবেনা পেরেশানী।
এখান থেকে বেরুতে করবনা কখনই বাড়া বাড়ী।।

আমি কি কী ছিলাম তুমিই জান,
নিন্দুকেরা নিন্দা করুক করুক না কেন,
এই জীবন সফেছি তোমারই পথে,
তুমি ছাড়া কেউ নাইগো আমার সাথে,
তোমার সাথে তাই হয়না হবেনা আমার আড়ি।।

তুমি পাঠিয়েছ আমায় এই ধরাতে,
আমিত তাই পারিনি ওগো তোমায় হারাতে,
তোমার কথা বলতে গিয়ে,
তাল গোল পাকিয়েছে আমায় নিয়ে
আমি গর্বিত ওগো মাবুদ শোকরিয়া আদায় করি।।
কারাগার হয় যদি আমার বাড়ী,
নিওনা নিওনা ওগো তা আমার থেকে কাড়ী।

১৭/৭/২০১৮