আকাশের এত তারা আলোর প্রপাত,
আঁধারে জেগে ও ঠে আলোর প্রভাত।
ঝিকি মিকি করে দেখি জলের ধারা,
চাঁদের আলোয় করে পাগ ল পারা।
জো নাকীর পাখায় পাখায় আনে নন্দনি আগুন,
মনের প্রকৃতি হয়ে যায় যৌবনা ফাগুন।
কস্টের প্রহরে আনে বৈশাখী রঙ,
জীবনে র গায়ে লাগে নতুনের ঢঙ।
কি যে আনকোরা আলোয়ে ভাসে জীবন তরী,
কেউ বুঝেছে কেউ বুঝেনি জীবন ভরী।
বাতাসের তালে আনে কতনা সুবাস,
কতনা রঙে হাজার নিবাস।
দুর্গন্ধ সুগন্ধে আবাস গুলো এখন,
বয়ে যায় প্রত্যহ নিজের মতন।
কেউ রাখেনা এখন কারুর খবর ,
কেউ করেনা কাউকে জবর।
ব্যস্ত প্রবাহে নিজে নিজের মতন করি,
যাচ্ছেতাই চলছে চলে রাতের কিংকরী।
আমাদের চলায় বলায় ন্যাঙটামি ছাড়া আর কি আছে্,
এই। স্টাইলে জীবন নাচে।
এই চলা হবেনা সঠিক চলা,
সঠিকটা হোক সঠিক বলা।
১৬-১১-২০১৭