দু:খের প্রহারে ঝরে আবাদি ফুল
শুকিয়ে যায় ভালোবাসার বকুল।
স্নিগ্ধতা হারায় ঘুমোট আঁধারে
আঁধার হারায় আলোরই প্রহারে।
নদী ও সাগরের ঊর্মীমালা সব
গ্রীস্ম না এলে থাকে তারা নিরব।
ক্ষীপ্রতায় নিয়েছে কতো যান প্রাণ
আজো কাঁদে জননী নিয়ে সেই শান।
পাখিরা চলে গিয়ে ফিরেই এসেছে
প্রকৃতি এখন আনকোরা হয়েছে।
প্রত্যহ কলকাকলির গুঞ্জণে
ঘুম ভাঙ্গে আমার ভোর বিহানে।
নির্ভয়ে ছোটে চলে আঁখি মেলে দেখি
আমরা হয়ে গেছি প্রায় সব মেকি।
সব নিয়ে থাকি কত ব্যস্ত মোরা
বিশ্বাসীর বুকে মেরে দেয় ছোরা।
নিন্দায় থামেনা সৌন্দর্য এখন
সুন্দর আলোয়ে ফুল ফোটে যখন।
রাত্রির গভীরে ডাকে ডাহুক পাখি
অশান্ত মন কাঁদে কি জানি ডাকি।
ক্ষমতায় নিয়ে অযোগ্যতার ছবি
যা নিয়ে কখনো লেখেনি কোন কবি।
নিষ্ঠিবনে লোবান যদিও মেশায়
সময়ের শকটে তাই পিসে যায়।
জোরকরে ভালোবাসা আনা যায়না
বারবার এক খাদ্য ভালোলাগেনা।
সুখের নিদ্রায় যদি এসে যায় ঘুম
ভালো লাগবেনা দিলে ও শত চুম।
আশায় আশ্বাসে গড়ানো জীবন
বৈরী বাতাসে নড়াবে না আজীবন।
হাতে হাত ধরে এগিয়ে যেতে হবে
ঝড়ে আল্লাহু আকবার তোলা হবে।
শ্লোগানে মুখর হবে অলি গলি
সেই হাঁকে হাঁক রেখে চলি বলি।
অন্যায়ের কাছে আর নয় আপোষ
ন্যায়ের কাছে হবে অন্যায় উপোষ।
এখন প্রয়োজন আলোর আলোর
আঁধার পেরিয়ে যাবে কালো কালোর।
হাজারো শব্দে করতে হবে শপথ
যাবেই জীবন থেকে সব বিপদ।
কুয়াশা পেরিয়ে উঁকি মারবে সূর্য
আমাদের শুধুই প্রয়োজন ধৈর্য।
ইনশাল্লাহ আবার গড়বে পৃথিবী
আসবে আরো অযুত সব অতিথি।
চলবেনা কোন বুলেট বোমা কিছু
নব শক্তির কাছে সব হবে পিছু।
টুঁটী চেপে নিয়ে যাবে দূর থেকে আনি
হাঁক দেয়ার সময় হবেনা জানি।
20/6/2020