আসমানের অসংখ্য তারার মাঝে
তুমি ছিলে খুব বেশি প্রখর -উজ্জ্বল।
অন্য তারার আলো ম্লান হলেও
আকাশের সৌন্দর্য ফ্যাকাশে হতোনা শুধু তোমার উপস্থিতিতে।
মেঘেরা ঝাপটিয়ে এলেও তোমার
দীপ্তময়তায় পৃথিবীর সমস্থ প্রকৃতি
আলোর প্লাবন থেকে বঞ্চিত হতোনা কখনো -কোনদিন।
তোমার জ্যোতির বিচ্ছুরণে আঁধার
শালায় আলোর ধারা শুধু বইতো।
যতই আঁধার থাকুক না কেন
তোমার এক মুঠো আলোর কণা অসম্ভবকে সম্ভাভবতার কাছে নিয়ে যেত বারবার বহুবার।
মিথ্যের বেসাতি তোমাকে দেখে
নিঝুম দ্বীপের ঝোপ ঝাড়ে পালিয়ে
গিয়ে নিজকে বাঁচাতো।তোমার
আকন্ঠ সত্য বাণীময় শব্দের উচ্চারণে দিক হারিয়ে সঠিকতার কাছে এসে ঠাঁই নিতো প্রায়শ প্রতিক্ষণ দিক ভ্রষ্ঠরা।তোমার
দ্রোহ আর ধ্রুবতার বলিষ্ঠতায় বিশাল বাঁধার দেয়াল ধীরে ধীরে সরিয়ে যেত দূর-বহু দূর।
সেইখানে তুমি আবাদ করতে সত্য ও সুন্দরের নানান ফুল আর সেই
ফুলের স্নিগ্ধ সৌরভ আগুন্তক কিম্বা প্রতিবেশী গ্রহণ করে দিব্যি চলতো ভালোবাসার সুপথ শকটে।
তোমার শানিত কন্ঠ দুর্বলকে করেছে সবল, অসহায় হয়ে ওঠেছে
সহায়।নিন্দাবাদকে জয় করেছো জিন্দাবাদে।তোমার ভাষণ বক্তৃতায়
ফুটে ওঠেছে বিশ্বের নির্যাতিত মুসলমানের চিত্র যা তোমার গানে ও কবিতায় ধারণ করা হয়েছে শিল্পীর গলায়।
হিম্মত ও
ঈমানের সুরকীতে মজবুত হৃদয় প্রকাশ্যে জয়গান করেছে আল্লাহর ও তাঁর রাসূলের।
অধিকার স্বাধিকিরের কথা বলতে গিয়ে তুমি ছিলে অকুতোভয় সৈনিক যার উক্তির স্টেনগানে ঝাঝরা হয়েছে মিথ্যে মুনাফিকের আত্মার শরীর। জীবনের
নন্দনিকতা খুঁজেছো আল -কুরআনের ছয় হাজারের বেশি আয়াতের ভিতর আর বুখারি থেকে তাহফিমূল কুরআন খুঁজে। জ্ঞান
ঘুমায়িত মুসলমানকে জ্ঞানের পারাবারে বারবার অবগাহন করাতে সচেষ্ট ছিলে ।অবগাহিত হয়েছেও অনেক।
তোমার প্রতিটি কর্মই মানুষের হৃদ জমিনে ভালোবাসার ফুল ফুটিয়েছে যার লোবান সুবাসে এখন অনেকেই সুবাসিত। তোমার
মানবতাবোধ ও মানবতা প্রতিটি শিশু মনে রাখবে যাদের পাঠশালায় তোমার ছিলো পদচারণা। ভাবতে
দেশ জাতি ও মুসলমানের জন্যে আর জরাক্লিষ্টতাকে তীব্র বাতাসে ঝেড়ে কিশলয়ের আহ্বানে মন
বৃক্ষে গ'জিয়ে দিতে পত্র পল্লব যাতে তুমি ছিলে এক শ্রেষ্ঠ যোগান দাতা।
তোমার হাতের স্পর্শে পুরাতন ভেঙে
নতুনের ধাঁচে গড়েছে আরেক পৃথিবী যেখানে তোমার কদর হয়েছে খুব বেশি। শহুরে জীবনের
ফাঁকে ফাঁকে গ্রামের আঁকা বাঁকা মেঠো পথের মানুষের হৃদয়ও জয় করেছো তোমার সুব্যবহারের কারণে। তুমি জাগাতে চেয়েছ
নিদ্রালুকে আর রাঙাতে চেয়েছিলে
তাদের মন কোরানিক আলোক মালায়। বুঝাতে চেয়েছিলে
খোলাফায়ে রাশেদার সাম্রাজ্য শাসন,নিষ্ঠুরতাকে দমন আর নির্যাতিতার পাশে অবিচল থাকা সত্য ও সুন্দরের সুশাসন প্রতিষ্ঠায়।
আহমেদ বাসির তোমাকে খুব মিস করবো আমি ও আমরা।অবেলায়
চলে গেলে হয়ত এই পর্যন্তই ছিলো তোমার থাকার সময় কিন্তু আমাদের সাম্রাজ্যে সেই কুহকেকা হয়ত আর ডাকবেনা তোমার মত সুরে। তোমার জন্য রাব্বুল
আলামিন বিনির্মাণ করুন জান্নাতে একটি সুবিশাল ঘর যেখানে শুধুই থাকবে তুমি বাসির।
২১|১১|২০২০