আহলান সাহলান
এলো মাহে রমজান
খুশীতে মন ভরে যায়
ঐ দ্যাখ পুণ্যের রশ্মি চমকায়
রহমতের পেয়ালায় চুমু দিলে হয়ে যাবো আরমান।।

দিবসে রোযা রেখে আমরা সবাই
বুঝতে পারবো অনাহারীর কষ্ট সদাই
আমরা নিজকে কুরানের রঙে করবো রঙিন
অন্যায়ের বিরুদ্ধে আমাদের হাতে থাকবে সঙ্গীন
মাগফেরাতে হতে পারি যেন আয়মান।।

আত্মশুদ্ধির অভিযানে দিবা রাত
রোযা হবে আমাদের অসৎ কাজের যত প্রতিবাদ
আল্লাহর রাজ এই জমিনে প্রতিষ্ঠা করতে
কুরানের বাণী পৌছিঁয়ে দেবো আমরা দিকে দিকে

নাযাতের উছিলায় পার হয়ে যেতে পারি যেন আমরা মুসলমান।

আহলান সাহলান
এলো মাহে রমজান।।

(আয়মান=সৌভাগ্যবান,আরমান= পুরুষ সেনা)

9/4/2019