শিকল ভাঙার কই পালোয়ান
আয় ছুটে আয় সব
যুগের নকীব ডাকছে তোদের
ডাকছে তোদের রব।
লৌহার জিঞ্জির ভাঙতে হলে
হাতুড়ী শাবল আন্
তাকবীর জোরে কন্ঠে বসাই
ছড়াক হাঁকের বান
দিকবিদিক থেকে ছুটবে মানুষ
ছুটবে আরো সব।।
আবার গড়বে এই পৃথিবী
সাজবে নতুন করে
অবিশ্বাসী থাকবে না কেউ
ভালোবাসার ঘরে।।
বাঁধার পাহাড় ভাঙবে নিজেই
আসবে নতুন ঝড়্
লগ্নভ্রষ্ঠা থাকবে না কেউ
আসবে কিন্তু বর
মিটিয়ে দেবে সব ঝামেলা
আবাদ হবে সব।

২৭|২|২০২২