সময় এখন বেশ
এগিয়ে যাচ্ছে দেশ।
সবাই বলে বাহ্
এগিয়ে যাচ্ছে বাংলা।

তবে বলি কি হায়
ভাগ্য কে বদলায়।
যারা থাকে ফুটপাতে
আছে তারা ঐখানেতে।

যার আছে
তাকে দিচ্ছে
যার নেই
তার থেকে নিচ্ছে

এমন পরিনতি
মানুষ কুকুর
এক কাতারে
ঘুমায় দিবা-রাতি।

উন্নয়নের ছোয়া
নেই যে ঐখানে
কোন পরিবর্তন নেই
তাদের জীবনে।

তাদের নেই উন্নতি
যাদের আছে দূর্গতি।
তাদের আছে উন্নতি
যারা করে দুর্নিতি

যেমন ছিল
তেমনি আছে
কেমনে বলি দেশ
এগিয়ে যাচ্ছে বেশ!