দেখিনা দুনিয়ার আলো
চক্ষু মেলে বারবার চেয়ে থাকি
দেখতে চাই পৃথিবীর বৈচিত্র
তবুও দেখি অধিক কালো।

দেখিনা মানুষের গায়ের রং
শুনি শুধু সুন্দর ফর্সা কালো
রং দেখে কি বুঝা যায় বলো
কোন মানুষ কতটা ভালো।

দেখিনা সড়ক কিংবা পথ
চলতে পারিনা তাই একলা
অন্ধকারে থাকি আমি তাই
সকাল দুপুর কিংবা সন্ধ্যাবেলা।

দুনিয়ায় চলতে থাকে যত রথ
আমি একলা খুঁজি তত পথ
পড়তে চাই, লেখতে চাই
আলো নেই তাই অন্ধকারে রই।

দেখতে পারে যারা দুনিয়ার আলো
তাদের জীবনটা কতই না ভালো
আমার দৃষ্টি এতোই কালো
তাই আজো আছি এলোমেলো।

চাইতে চাইনা কারো কাছে করুণা
তবু এই জীবনটা এমন হলো
এখন কারো করুণা ছাড়া বাঁচিনা
তা আমি আর সইতেও পারিনা।

মনে হয় ওগো খোদা বারবার
এমন জীবন কেন করলে দান
দিচ্ছ কি কোন কারণে শিক্ষা
নাকি নিচ্ছ আমার পরীক্ষা।

রহম করো খোদা আমায়
দাওগো আমায় কর্ম ক্ষমতা
হাত পাতিয়ে সাহায্য চাইনা
চাই শুধু আমি মানুষের মমতা।

সহমর্মিতার সংবেদন