মাহবুব ভাইয়ে ছড়া
দেখলে লাগে পড়া

কথার দার ভার ও ছন্দ
পড়ে পাই আনন্দ

সত্য কথার মর্ম বুঝে
লিখেন ছড়া খুব সহজে

ইস্যু বুঝে খুঁচা দিয়ে
দেন তিনি তাক লাগিয়ে

শিশু কিশোর বৃদ্ধ যারা
তাঁর ছড়া পড়ে তাঁরা

দেশবাসী চিনে তাঁরে
তাঁরই অর্থবহ ছড়া পড়ে।