কনকনে শীত, ভেজা ঠান্ডায় জমে আছে সব
তবু তোমার উষ্ণতা এখনও জড়িয়ে আছে
আমার সারা গা
আমি তাতেই খুঁজে পাই সুখ
লেপের ভাজে মখমল ভালবাসা হয়ে
মিশে যাও প্রতিটি রক্তকণায়
তুমি শক্তি যোগাও, আবার ঘুরে দাঁড়ানোর
শক্তি দাও। এই শীতের ভোরে কুয়াশামোড়া প্রকৃতি
জাগিয়ে দাও তুমি, হিমোগ্লোবিনে উত্তাপ দাও
আমি জাগি, আবার ছুটি সামনে, শীত পড়ে থাকে
হারুনের মার উঠোনে, পালানের দুর্বা ঘাসের ডগায়
কলমি ফুল প্রাণখুলে ডাকে বিলের ধারে
একপায়ে দাঁড়িয়ে সেখানে এক বলাকা-
সবাই চায় উত্তাপ একটু উষ্ণতা
আর আমি?
আমি প্রতিটি ভোরে
অবসন্ন বিকেলে
রাতের শীতে তোমার আঁচলে খুঁজি
ভালবাসার ঘ্রাণ।
তার ছোঁয়াতেই, তোমার উষ্ণতায়
এখনও বেঁচে আছি মা!
তুমি জড়িয়ে আছ কাশ্মিরি চাদরের মতো
ভোরের সূর্য্যরে কাঁচা রোদের মতো
আমার প্রতিটি সত্তায় মা!!
.................................
ঢাকা
২৩-১২-১৫