দ্যাখ এখনো তোমার আছি
যেমন ছিলাম বিশ বসন্তে
মনে পড়ে, মনে কি পড়ে প্রিয়তমা
তোমার ভালবাসার জন্য, একটি উড়ন্ত চুমুর
জন্য হৃদয়ে ছিল চৈত্রের খা খা শূন্যতা
অপলক তাকিয়ে ছিল এক মাছরাঙা
পিপাসায় কাতর এক পথিক তাকিয়ে ছিল
বসন্ত বাগানে, শুশোভিত গোলাপের নেশায়
মনে কি পড়ে
তুমি ছুটেছিলে অন্য আলোর পিছে
অর্থের, যশের নেশায়
পিছনে তাকাও নি
তখন গুঁটি বসন্ত আমার
বাসা থেকে বের হওয়ার অনুমতি ছিল না
একান্তে এক পথহারা যাযাবর নিজের মাঝে
হয়েছে পরাজিত, সেদিন সিডরে ভেঙে গেছে
আমার শীর্ণ কুটির
সেই থেকে এই আমি ভুলে গেছি জীবনের সংজ্ঞা
অর্থহীন সবকিছু
এই বেঁচে থাকা
তারপর....কেটে গেছে কতটা বছর
মনে নেই, মনে নেই বেঁচে আছি
আমারও জীবন আছে
কখন চুলে ডাই মাখানো লাগে না
প্রকৃতিই দিয়েছে ধূসর রঙ
চোখের সামনে চশমার মোটা ফ্রেম
যা দেখি সব কেমন এলোমেলো
অথচ এমনটা ছিল না সেই টগবগে বসন্তে
তুমি কি চিনতে পারছ পারমিতা
এখন অনুভূতিগুলো ভেঁাতা
হঠাৎ তোমার চোখে অশ্রু
আজ আমি বুঝি না এর অর্থ
শুধু এক জড়ের মতো তাকিয়ে থাকি
মনের গহীন থেকে ভেসে আসে একটি প্রশ্ন-
ভাল আছ তো পারমিতা!!!!
...........................................
২৭.০৩.১৫
ঢাকা, বাংলাদেশ