সুপারসনিক গতিতে ছুটছে জাতি
পশ্চাতে আগুন, বাড়ছে গতি, ত্বরণ থেকে
ছুটছি মহাত্বরণে, স্পেস-শাটলের গায়ে
লেগেছে আঁচ, উত্তেজনা-আতঙ্কে কাঁপছে যাত্রী:
কোথায় ছুটেছি আমরা, কোন অজানায়
শুধু জানি আমাদের পশ্চাতে আগুন, সামনে
গন্তব্যহীন মহাশূন্য, ছুটছি কারণ
এই মহাশূন্যতায় কয়লা হতে চাই না
কখনো আবছা আলো মিলিছে আঁধারে
যাত্রীদের নাভিঃশ্বাস, আর্ত চিৎকার এখানে
এই বার্ন ইউনিট আর সইতে পারছে না আর্তনাদ
ছোট্ট এই স্পেশ শাটলে প্রচ- কোলাহল
সতর্কবার্তায় কান নেই কারো
তবে কি এই মহাশূন্যতায় বিস্ফোরিত হবে শাটল যান?
নাবিক স্থির, পাথর দৃষ্টিতে তাকিয়ে আছেন সামনে
অভয় দিলেন- ‘তোমাদের জন্যই তো এতো আয়োজন
কিছু চাই না আমার। শুধু এই যানকে নিতে চাই
নিরাপদ গন্তব্যে’।
গন্তব্য কতদূর?
আর কোন কথা নেই মুখে তার, নিশ্চল নাবিক এক।
.......................................................
ঢাকা, বাংলাদেশ