যার হাত ধরে আমরা
আগে হাঁটতে শিখি।
"আরে ভয় পাচ্ছ কেন?
আমি তো আছি..."
এইতো বাবা.......।
নিজে পরিশ্রম করে
যে মানুষটি সন্তানের তরে
ভবিষ্যৎ গঠন করে
অকাতরে প্রাণ বিলিয়ে
সেইতো বাবা ..
হাজার শাসন সত্ত্বেও
একটি মিষ্টি স্নেহময় কন্ঠ
হাজার ঘাটতি থাকা সত্ত্বেও
মুখে হাসি নিয়ে দুরন্ত
চাহিদা মেটানো মানুষটি
সেইতো বাবা...
কঠোর পরিশ্রম করেও
বাসায় এসে সবার মুখে
যে মানুষটি আপনাকে হাসায়
শত সমস্যা লুকিয়েও
সেইতো বাবা... ।