শীতের বুড়ি আসছে তেড়ে
নিশির ভোরের দিকে,
কনকনে শীত দুষ্টু বাতাস
বইছে ফাঁকে ফাঁকে।
  
কৃষক ছেলে ভোর বিহনে
খেজুর রসে মুগ্ধ পানে,
মিষ্টি মাতাল কোমল ঘ্রাণে
ঠাণ্ডা হিমেল সুপ্ত মনে।

ডালে ডালে ঝরছে পাতা
শুভ্র সকাল শিশির ভেজা
খেজুর রসের পায়েস-পিঠা
শীতের স্নিগ্ধতায় দিচ্ছে মজা।

পুস্প-কুঞ্জে পাখির মেলা
থর থরে শীত, বেরতে  মানা
বরফ-শীতল কুয়াশার ভয়ে
পাখির ছানা,বাজায় বীণা ।

ভোর বিহনে সিক্ত শীতে
দুষ্টু মানিক লেপ জড়িয়ে,
শীতের রাণীর বিদায় কবে,
হিসেব কষে  জড়িয়ে হৃদয়ে ।