বৃষ্টি থামলে মেঘ সরে যায়
সূর্য উঠে আবার,
মেঘের আড়ালে মিষ্টি মুচকি হেসে
আলো দেয় সবার।
হঠাৎ আকাশে অর্ধ বৃত্ত হয়ে
সাত রঙের বাহার,
রংধনু হয়ে অব নেত্র নয়নে
প্রেমে পাগল তাহার ।
বেগুনি, গাঢ়-নীল, লাল, সবুজ,
তার মাঝে হলুদ,
আসমানী,কমলা রং শোভা পায়
বর্ণিল তোরণে রোদ ।
সাত রং দিয়ে তৈরি রংধনু
বৃষ্টির পরেই জ্বলে,
কষ্টের শেষে সুখ আসে ঘরে
রংধনু তাই বলে।