তামাম বিশ্বে রং ছিটিয়ে
রাতের পরশ মেলে,
মনে হয় তার মেশক অম্বর
সুঘ্রাণে মাতিয়ে তোলে ।
রাত আপনার সৌরভ বিলে
গৌরবে সবে দোলে,
মানব সকল তোমার ঘ্রাণে
দখিনা জানালা খুলে ।
তোমার প্রদীপ দীপ্ত হলে
সোনালী তিলক পড়ে,
আকাশের ঐ তারকা মেলা
যেন বাগানের খেলে ।
তোমার হৃদয়ে বিজলী চম্কালে
মেঘের কেশের জারে,
যেন চেহরায় মিষ্টি বসন্ত
গলাই মুক্তা ঝরে ।
তোমার প্রেমে সকল সৃষ্টি
কাজলে বরণে নেয়,
বুকের গহীনে মোদের বা ধনে
প্রীতিতে বাঁধিতে চায় ।
দিন তার স্বীয় প্রাণ হারিয়ে
রাতের কসম খায়,
তাহার রাজ্যে সকল মাখলুক
তার মহত্ত্ব গায় ।