হায় ! আমার চোখ, যেন চোখ নয়
বরং অশ্রুজলে পরিপূর্ণ ঝর্ণাধারা ,
হায় ! আমার জীবন ,যেন জীবন নয়
বিভীষিকাময় আর্তনাদ এক জীবন্তকয়লা ।
এই পৃথিবী যেন পৃথিবী নয়
বরং অন্যায়,অবিচারে মায়াহীন এক মরুভূমি ,
হায় ! মুসলিম উম্মাহর প্রথম কিবলা পবিত্র ভূমি
ফিলিস্তিনের গর্ব " মুকাদ্দাস" সকলের অন্তরে তুমি
সোনার ফ্রেমে বাধা ছিল শান্তির প্রতীক হয়ে
কিন্তু আজ প্রভাত রাঙা স্নিগ্ধ সকালের
কমল পরশের ছোয়া দেখা যায় না
তাঁর আঁচলে অসভ্য হিংস্র পশুরদের বাস।
যারা কুৎসিত শয়তান নরক থেকে বের হয়ে
ফিলিস্তিনিদের জীবনকে নাশ করছে,
মানবের জীবন মানসকে মেঘাছন্ন করে
হৃদয় বানে ভালোবাসার মূর্তিকে বিলীন করছে।
মানবতার সামনে দুভের্দ্য প্রাচীর হয়ে দাঁড়িয়েছে
শান্তির পারাবত গুলো সবুজ জলপাই পাতার অন্তরালে লুকিয়ে হাহাকার করছে,
আর শান্তির জন্য প্রভুর কাছে প্রার্থনা করছে।
হে প্রভু ! ফিলিস্তিনের অসহায় জাতীকে
জুলুমের জুলুম থেকে রক্ষা কর!
আর ধর্ম ও মানবতার অনিষ্টকারী ইজরায়েল
তাদেরকে বুঝ দাও না হয় উৎখাত করো।