পূর্ব দিগন্তে নতুন সূর্য এসে
দেখাবে নতুন আলো ।
ফুলে ফুলে আবার গন্ধ ছড়াবে,
চার দিকে দেখাবে ভালো।
আবার নতুন ভোর হবে,
ছড়িয়ে পড়বে নতুন প্রাণ।
শুভ্র সকালে সোনালি সিঁদুরে,
সকলে খুশিতে গাহিবে গান।
শুকিয়ে যাওয়া প্রতিটি শাখায়
শ্যামল সবুজ হয়ে উঠবে,
সারি সারি সব বৃক্ষরাজি
নতুন উদ্যম নিয়ে নাচবে।
অন্ধকারের বয়স একটি রাত
সকাল হওয়ার সাথে সাথে
অন্ধকার তার মুখ লুকিয়ে
পালিয়ে যাবে, দুর পথে।
কারণ একটি নতুন সূর্য
নতুন সকাল নিয়ে আসে।
আশার পথ ত্যাগ না করে
দিনের সিংহাসন নিয়ে বসে ।
যদি মানব মনে বিশ্বাস থাকে
সূর্যের মতো নিজেকে গড়বে,
অতীতের সব গ্লানি ভুলে
পরিশ্রম তাকে কাছে ডাকবে।
শূণ্য গগনের সোনালী সিদুরে
হস্ত সানিলেও থাকবে অধোরা
মানুষের পাশে থেকে ভালোবেসে
একদিন ঠিকই দেবে সে ধরা৷
দুঃখই হলো জীবন মোহনা
যেথাই রয়েছে লুকিয়ে সুখ,
দৃঢ়-পদে ফেলে হতাশা মুছে
চল ফের তবে মিটিবে দুঃখ।
নতুন দিন আসার সাথে সাথে
পুরানো অতীত মুছে যাবে,
সোনালী আগামীকাল হয়ে
নতুন সূর্য আবার হাসবে।
পথ দেখাবে প্রতিধ্বনিত হবে,
সোনালী রোদ আবার ফুটবে,
উজ্জ্বল ভাবে দ্বিপ্ত ছড়াবে
দুঃখের কালো মেঘ দূর হবে।
নীল আকাশ আবার সুন্দর হয়ে
একটি নতুন জায়গায় ফুটবে,
তারপর একটি নতুন সূর্য
একটি নতুন পথ দেখাবে।