তুমি কি বন্ধু জানো ,
এই বাংলার প্রকৃতিতে
কার ছবি উড়ে,
যে নিজের জীবন বিলিয়ে
বাংলার মাটি রক্ষিতে
প্রাণ পণে লড়ে।
লাল সবুজের পতাকার নিশান
এই স্বাধীনতার উত্থান
বাজে সুরে সুরে ,
যুদ্ধ রণে বঙ্গবন্ধুর ডাকে
বীর সেনানী ছোটে
নিয়ে কাঁধে অস্ত্রে।
আবাল বৃদ্ধা বণিতা, যত
দুর্বল জেগে ওঠে
বুকে হিম্মত নিয়ে,
তারা জানে বাংলার বুকে
এসেছে দুঃখ মেটাতে
বাংলার পিতা হয়ে।
মুজিব মানেই তো বাংলাদেশ
স্বাধীনতার আজন্ম প্রাণ
তার বলিষ্ঠ কণ্ঠে ,
তিনিই হলেন জাতির জনক
লাল সবুজের পতাকা
বিশ্বে মানচিত্রের পৃষ্ঠে।