মসজিদ হলো আল্লাহর ঘর
রহমত যার খাজিনা,
যত বড় বীর নত করে শীর
আল্লাহ ছাড়া ডরে না৷
মসজিদ হতে মুয়াজ্জিন মুখে
আসে আযানের সুর,
সর্বকর্ম ছেড়ে,মুমিন ছোটে
পেতে হেদায়েতের নুর।
মসজিদ হলো দীনের মশাল
বাড়ে ঈমান পরশে,
ধনী-গরীব নাই ভেদাভেদ
সবাই সবার পার্শে।
মসজিদ হলো জ্ঞানের আলো,
এলেম আমলের দাঈ।
মসজিদ হলো পবিত্র স্থান
রাখো সম্মান ভাই।
অন্যয় রোধে সুপ্ত হাতিয়ার
পূর্ণ্যে তাপসা মন,
নামাজ তার নিয়তি জান্নাত
যদি মানে খুত গুণ৷
আল্লাহর সাথে হবে সাক্ষাত
পাবে রাহে জান্নাত,
সঠিক দিক্ষা নবীর শিক্ষা
যদি মানে উম্মাত৷
নামাজ হলো স্বর্গের চাবি
মসজিদ হলো ওসিলা,
নামাজ আমার জীবন-মরন
মসজিদ আমার কেবলা।