বাহিরে মানুষ দেখতে সাদা
না হয় কুৎসিত কালো
ভিতরে সবার বিরাজে প্রভু
জ্বালায় জ্ঞানের আলো।
কেউ বা করবে বাদশাহী
কেউ বা পথের ভিখারি,
এ নয় আদর্শ কখনো
হবে কারো জমিদারী।
উঁচু নিচু দু'য়ের মাঝে
মুছে ফেলে ব্যবধান,
মানুষের তরে মানুষ মোরা
ধ্বনিব মানবতার গান।
কভু দিয়োনা ব্যথা অপরে
পাইবে কষ্ট পরে,
পর ভাবো তুমি যারে
হয়তো আসবে উপকারে।
কে কোন ধর্ম - বর্ণ
কে কোন জাত-পাতের
যার ধর্ম,কর পালন
তুচ্ছ তাচ্ছিল্য লাভ কিসের ।
হিন্দু-মুসলিম,বৌদ্ধ- খ্রিস্টান
গড়েছি রাষ্ট্র একসাথে,
যে যার ধর্ম করব পালন
চলবো ভ্রাতৃত্বে হৃদয় শপথে।