মা কেবল একটি শব্দে মধু মাখা
সর্ব প্রথম মা নামাটি বলতে শেখা ,
মা মানে এক আকাশ ভালোবাসা
মমতায় জড়ানো শত অর্থে ঠাসা।
মা মানে সন্তানকে আগলে রাখা
যার হাত ধরে হাঁটি হাঁটি পায়ে চলা
তৃষ্ণা মিটে মায়ের পানে চেয়ে
মা, শুধু মা, নামাটি স্বর্গে বলা।
মা, মানে শুধু নয় নির্ভরশীলতা
তার তীক্ষ্ণ চোখে শত সহস্র যন্ত্রণা
নিমিষেই মিটে, প্রতিদান না চাওয়া
তিনি হলেন মা, তাঁর নেই তুলনা।
মা, শুধু মা তিনি মাতৃভাষার কোল
মা, মানে একটি ভাষা যা সর্বজনীন,
বিশ্ব মুঠোয় একটি ব্যতিক্রমী গুগল
যার আগে শব্দ টাইপ,নেই প্রয়োজন ।
মা, শুধু মা, তিনি বিধাতার অগ্রদূত
মা, হল স্বীকৃতির একটি উচ্চ আদালত ।
মা, মানে নিরপেক্ষতার মহান সংবিধান,
যার নীতিমালায় দীপ্ত মানবতার জয়গান।
মা, শুধু মা, তিনি বিদ্যায় মহিয়ান
মা, মানে এক বিশ্ববিদ্যালয়ের ছক
যে শিক্ষালয়ে গড়ে সত্যের পাঠদান
মা, হলেন শিক্ষার প্রথম শিক্ষক।
মা, মানে সেবিকা তিনি সেবায় অগ্রজ
মা, মানে পৃথিবীর সর্বোচ্চ হাসপাতাল!
শত বিপদের মায়ের হস্তই একটি কবজ,
মা, মানে শ্রেষ্ঠ চিকিৎসক, মুক্ত সকাল।
মা, জান্নাত, প্রতিটি সন্তানের বাতি ঘর
মা, শ্রেষ্ঠ রাঁধুনি, বিধাতার সেরা দান
মা,মানে অসংখ্য উদাহরণ, নেই সংজ্ঞা,
তাইতো বলি ওগো মা, তুমি মহান ।