ব্যথিত মন জাতির আশা ভরসা,
এ জাতি করলো খর্ব ,
যে পিতার প্রেরনায় হয়েছো মুক্ত,
তাকেই করছো তুচ্ছ।
এই বাংলার ভূমি প্রকৃতি পল্লবে
মহান স্রষ্টার দানে সিক্ত,
ভীন শকুনের থাবায় এ দেশ ,
বঞ্চিত জাতির ভাগ্য ।
বৃটিশ শোষণের দুইশ বছর
এ জাতি ভুলেছে কষ্ট ,
পাক হানাদার করেছে লুটপাট,
কত নারী হয়েছে নষ্ট।
তাদের অম্লান দিতে সম্মান
জাতিকে করেছে ঐক্য,
দেশ মাটিকার প্রেমে উদ্বুদ্ধ হয়ে
হও প্রতিবাদী,ধর অস্ত্র।
ইতিহাস বলে, এই বাংলার বুকে
যার প্রেরণায় এ মুক্তিযুদ্ধ,
জাতি ভুলে গেলে পাবেনা ক্ষমা
অবিচার হবে পিতার শ্রাদ্ধ।