ভালবাসা নিয়ে কবিতা লিখা
অত সহজ নয়
আমার তো জানাই নেই মোটে
ভালবাসা কারে কয়।
ভালবাসা নিয়ে একটিও যদি কবিতা লিখি
তাও হয়ে যাবে বেশী
সাহিত্য-নাটক-নোবেল-সিনেমায়
ভালবাসার কথা আছে রাশি রাশি।
জগৎ বন্ধু জগৎ বাঁধিয়াছে
কি কঠিন ভালবাসা দিয়া
চন্দ্র-সূর্য-গ্রহ-নক্ষত্র কেমন সেই বাঁধন
কেহ কাহারে যায়না ছাড়িয়া।
চাঁদের গায়ে আছে শুনিয়াছি
অনেকগুলি দাগ
তাই বলে পৃথিবী তার দূরত্ব বাড়ায়নি
চাঁদকে করেনি ত্যাগ।
ভালবাসা সেতো যায়না ধরা, যায়না ছোঁয়া
রং ছড়ায় শুধু অনুভবে
তবুও তাকে নিয়ে জগৎ জুড়িয়া কাড়াকাড়ি
অন্ধের মতো পেতে চায় সবে।
একটু সুখ-একটু দুঃখ, একটু পাওয়া, একটু না পাওয়া
এরই মাঝে ভালবাসা জীবনে আনে ছন্দ
ভালবাসার হিসাব নিকাশ বুঝতে হবে সঠিক
এর পিছনে হতে নাই কভু অন্ধ।
মাটির পৃথিবীর কোথাও যদি
ভালবাসা দেখতে চাও
”মা” বলে ডাক দাও আর
মায়ের মুখের দিকে তাকাও।
ভালবাসার যত কবিতা
গল্প-সাহিত্য-গান
মায়ের মুখে তাকিয়ে সবাই
পেয়েছে লজ্জা হয়ে গেছে ম্লান।
জানতে কি চাও আমার ভালবাসা
আমি দিব কাকে?
অর্ধেক পাবে আমার মাতৃভূমি
বাকী অর্ধেক দিব আমার ”মা”-কে।