সময় তুমি এমন কেন
থামতে জাননা?
যত কথাই বলুক লোকে
কভু শোননা।

বড়ই আজব জিনিষ তুমি
যায়না ধরা ছোয়া,
দেখা যায়না, বুঝা যায়না
নাইকো কোন ছায়া।

কখন তোমার শুরু বল
কবে হবে শেষ?
কে তোমাকে চলতে দিল?
কোথায় তার দেশ?

ইতিহাসের চেয়েও তুমি
অনেক পুরানা,
মহাকালের সব ঘটনা
তোমার আছে জানা।


সদা তুমি সামনে চল
পিছন ফিরা মানা,
সকল সৃষ্টির চেষ্টাতেও
মুখ ফিরাবেনা।

তোমায় নিয়ে চিন্তা আমার
তোমার ভাবনায় রই,
সবার হিসাব তোমায় নিয়ে
তোমার হিসাব কই?

একই গতি একই তালে
চল সীমাহীন,
সকল বিষয় তোমার মাঝে
হয়ে যায় বিলীন।

কতযে ছিল মহাবীর
কাহার আছে জানা?
বিলীন হলো তোমার মাঝে
নাই কোন নিশানা।

ছিল কারা আসবে কারা
সবই তোমার জানা,
কেহ যদি জানতে চায়
বলতে তোমার মানা।



এই দুনিয়ার সকল তথ্য
কেহই জানেনা,
সকল তথ্য সকল সত্য
তোমার আছে জানা।

সকল শুরু তোমায় দিয়ে
তোমায় দিয়ে চলা,
সবার পরেও তুমি রবে
একথা যায় বলা।