মনে আমার সাধ জেগেছে
হব শক্তিমান,
দু’হাত দিয়ে ছুয়ে ফেলবো
দুরের ঐ আসমান।

খুব লম্বা পা থাকবে
শক্তি থাকবে বেশ,
কয়েক ঘন্টায় ঘুরে আসব
গোটা বাংলাদেশ।

চাঁদের সমান উঁচা লম্বা
আমার মাথা হবে,
দেশের সব লোক এক সাথে
আমায় দেখতে পাবে।

রাজনীতি অর্থনীতি
যত নীতি আছে,
মাথানত থাকবে সবার
শক্তিমানের কাছে।

লালন করবো – পালন করবো
হুকুম বরদার বাহিনী,
তাদের দিয়ে সারাদেশে
ঘটাবো সব কাহিনী।
চোখ বুলিয়ে দেখে নেব
বিপক্ষে মোর কারা,
বাহিনী দিয়ে ওসবদেরকে
করবো আমি সারা।

বাকী যারা থাকবে সদা
ভয়ে কম্পমান ,
উঠতে বসতে আমায় তারা
দেখাবে সম্মান।

গোলা-বারুদ ভয়ভীতিতে
কাজ যদি না হয়,
ঢালবো টাকা দেখবে সবে
টাকা যাদুময়।

ছাত্র-শিক্ষক-রাজনীতিবিদ
জ্ঞানী-গুনীজন,
অর্ধেক আসবে আমার পক্ষে
হয়ে বিভাজন।

ভুলেও যদি কেউ আমারে
চ্যালেঞ্জ করতে চায়,
হুকুম-বরদার বাহিনীর হাত
পড়বে তাহার গায়।

এইভাবে গোটা দেশটা
হলে তাবেদার,
সারা জীবন কাটবে সুখে
চিন্তা কি আমার।


ঘনিয়ে যখন আসবে আমার
শেষ হওয়ার কাল,
ছেলে-মেয়ে ধরবে এসে
শক্তিমানের হাল।

মোসাহেবদের মুখে সদা
থাকবে আমার মাহাত্ম,
বংশ-পরম্পরায় চলবে
শক্তিমানের রাজত্ব।