এমন একটা সময় আসবে
এই দুনিয়ায় থাকবোনা,
সে সময়ের জন্য তুমি
শোন আমার প্রার্থনা।
সেই সুদূরে তোমার এমন
দয়া আমি চাই,
এই দুনিয়ার সকল কিছু
দেখতে যেন পাই।
মানব জাতির যত কথা
হবে এখানে,
সুদূরেও সকল কথা
যায় যেন মোর কানে।
দয়ামায়া আদর যতন
আর ভালবাসা,
অচিন দেশে থেকেও সব
পাওয়ার আমার আশা।
ভালবাসার হাতের ছোয়া
বন্ধু যখন পায়,
দূরে থেকেও কিছু যেন
লাগে আমার গায়।
আপন জনের সাথে যখন
মান অভিমান হবে,
দেখে নেব লাগে কেমন
আমার অনুভবে।
মায়ের কোলে শিশু যখন
সুখে নিন্দ্রা যাবে,
এমন মধুর দৃশ্য তখন
দেখতে কেমন হবে?
দেখতে সহজ হবে যখন
যাব বহুদূরে,
দেখিয়ে দিও দুনিয়াটা
ঘুরে কেমন করে?
ফিরে আসার যদি কভু
অনুমতি পাই,
ভালভাবে দুনিয়াটা
ঘুরে দেখতে চাই।
যত দূরে হউকনা যাওয়া
এই জীবটার পরে,
দৃষ্টি আমার রাখতে দিও
দুনিয়ার উপরে।
দুনিয়া জোড়া কত মধুর
দৃশ্য বিরাজ করে,
ওসব কিছু রেখো সদা
আমার নজরে।
নিয়ম বলে যেতে হবে
দূর বহুদূর,
সদা শুনতে দিও তোমার
ভালবাসার সুর।