পাঠশালা


দুনিয়াটা শিক্ষক আমার
আমি তাহার ছাত্র,
যতই শিখি মনে হয়
ভর্তি হলাম মাত্র।

শিক্ষক আমার খুবই জ্ঞানী
বহু বিষয় তার,
কোনটা রেখে কোনটা শিখি
বুঝা বড় ভার।

জন্ম হলেই ভর্তি করে
মরনে দেয় ছুটি,
পরীক্ষা নেয় সকল সময়
ফলাফলে নাই ত্রুটি।

নীল আকাশটা ছাদ স্কুলের
জমিনটা তার বিছানা,
চাঁদ মামার বাড়ীর কাছে
তাহার পোষ্টাল ঠিকানা।

শিক্ষক আমার চলতে থাকে
বসার চেয়ার নাই,
চলতে চলতে ছুটতে ছুটতে
শিখে নেওয়া চাই।

কর্মী হওয়ার শিক্ষা দেয় তার
চলন্ত বাতাস,
উদার হওয়ার দেয় দীক্ষা
উপরের আকাশ।

মাটি বলে সবাই যেন
সর্ব-সহা হয়,
মহাসাগর হতে বলে
বিশাল হৃদয়।

সু-শোভিত গাছপালা
বৃক্ষ সারি সারি,
বলে যেন সদা গুরুর
হুকুম পালন করি।

অমাবশ্যা-ভাটার কাল
বলে আমায় ভাই,
বিপদ কালে সদা তোমার
সাহস রাখা চাই।

উঁচু পাহাড় সদা স্থির
দাঁড়িয়ে নীরবে,
বলে সদা সুখে দুঃখে
সাহসী হবে।

ক্ষুদ্র ছাত্র, সময় অল্প
বিশাল পাঠশালা,
কোন্টা রেখে কোন্টা শিখি
চিন্তা হয় মেলা।

আজব শিক্ষক আজব স্কুল
ইশারায় পাঠদান,
জীবন কাল আর শিক্ষা কাল
দু’টাই এক সমান।

যতই চলি যতই শিখি
কোন শেষ নাই,
অবশেষে মনটা বলে
কিছুই শিখি নাই।