মানব জাতির সবার কাছে
আজব একটা পাখি আছে
কেউ কোনোদিন দেখে নাই তারে।
পাখি করে যাওয়া আসা
মনের মাঝে বাঁধে বাসা
আছে কি-নাই সবাই বুঝতে পারে।
মন খেয়ালে যায় আসে
সবাই তারে ভালোবাসে
সময় হলে যায় সে চুরি করে।
সবাই ভাবে এই যে আছে
মনের পাখি হৃদয় মাঝে
জানে সবাই চলে যাওয়ার পরে।
সারা জনম উঠাবসা
প্রেম-পীরিতি ভালোবাসা
কেউ কি তার মন যোগাতে পারে?
আনন্দ লোক তার বাসা
বিধি দিলেন মাটির খাঁচা
তাইতো ভাল লাগেনা খাঁচারে।
অসীম জুড়ে উড়ে পাখি
সদা সুখী সদা খুশী
অবাক কান্ড আওয়াজ নাহি করে।
অবাক পাখি আজব অতি
সীমাহীন তার চলার গতি
মহাশূন্যে পাড়ি জমায় এক পলকের তরে।
সবাই জানে চলে যাবে
তবু তারে আপন ভাবে
মানব জাতি এমন ভূলে মজলো কেমন করে ?
শুনরে পাখি বলি তোরে
মানব যদি ধরতে পারে
আটকা পড়বি চিরদিনের তরে।