নেতা হতে ভাগ্য লাগে, নেতা ভাগ্যবান
নেতা হলেই পাবে ধন সবাই দিবে মান
নেতা হতে চাও যদি শুন মন দিয়া
জ্ঞান-বুদ্বি, নীতি-আদর্শ ফেলিবে ছুড়িয়া
সঠিক কাজ সঠিক পথে চলা নাহি চাই
ধর্মবানীর-গুরুবানীর কোন মূল্য নাই
স্ত্রী-পুত্র-কন্যা যত সবাই এসে বলে
তাদের জীবন ভালো হতো আমি নেতা হলে
স্ত্রী বলে তোমার ঘরে কিছুই পেলাম না
এত কেন বোকা তুমি নেতা হলে না।
ঘরে বসে লম্বা লম্বা কথা বলাই কাজ
বাড়ী-গাড়ী সবই পেতে নেতা হলে আজ
কালে ভদ্রে নেতা যখন রাস্তা দিয়ে যায়
ভাল-মন্দ, ছোট-বড় সবার সালাম পায়
উঠতে সালাম – বসতে সালাম
রাস্তা ঘাটে গালাম সর্বক্ষন
সবাই ব্যস্ত কিভাবে পায়
মহান নেতার মন
সাংগ-পাংগ-চামচা আর যত চাটুকার
ব্যস্ত সবাই কি করে মন জোগাবে নেতার
ভাগ্য বল কপাল বল, বল যত কথা
সবার উপরে আছেন এই যুগের নেতা
নেতার মতন বড় কপাল অন্য কারো নাই
অমরত্ব পেতে হলে নেতা হওয়া চাই
থানা পুলিশ, কোর্ট-কাচারী নেতার যদি হয়
খুন করতে, দখল করতে নেতার কিসের ভয়।
চাঁদ কপাল যদি বল শুধু নেতার কাছে
আমি ভীতু বোকা অতি থাকলাম সদা পাছে
গিন্নি আমায় ঠিকই বলে অমি একটা যা-তা
জীবনটা তার ভাল যেতো যদি হতাম নেতা।