সূর্যটাও পড়ে থাকে
যার এক কোনে
সেই আকাশকে মেঘে বল
ঢাকে ক্যামনে?


মেঘে আকাশ ঢেকে গেছে
যখন বলা হয়,
ভেবে দেখ সে কথাটা
সঠিক কেমনে হয়?
কোথায় শুরু কোথায় শেষ
সকলের অজানা
কেউ তাকে ঢাকতে পারে
হতে পারে না।


তেমনি যারা জ্ঞানী-গুনি
আছেন মহাজন,
মোদের তরে আছে যাদের
অপার অবদান।


সেই গুরুদের ছোট করে
কথা বলতে নেই,
একটি কথা আসলে কানে
শত ভাবা চাই।


চলতে চলতে জাতির যখন
আপদ এসে যায়,
মহান জনের অমর বানী
ভরসা যোগায়।


দেশ গঠন আর জাতি গঠন
এক কথাতো নয়,
জ্ঞানের আলোর মশাল সদা
হাতে যেন রয়।