মানব জাতির সবাই ব্যস্ত
করছে চড়ুইভাতি,
দুনিয়াজুড়ে হৈ চৈ
চলছে মাতামাতি।

মজার খেলা এ চড়ুইভাতি
সর্বলোকে খেলে,
খেলতেই হয় এ খেলাটি
এ জগতে এলে।

খেলার মাঠ-মাটির জমিন
আলো-বাতাস-পানি,
মালিক দিলেন বিনামূল্যে
করলেন মেহেরবানি।

খেলার ফাঁকে থাকা খাওয়া
চালিয়ে যেতে হয়,
দালান কোঠা-মাটির ঘর
যে যেখানে পায়।

আপন খেলায় ব্যস্ত সবাই
গভীর মনযোগে,
লাভটা যেন কম নাহি হয়
চলে যোগ বিয়োগ।

অল্প সময় খেলতে হয়
চড়ুইভাতি খেলা,
ভালভাবে বুঝার আগেই
কেটে যায় বেলা।

খেলার জন্য যতটুকু
সময় পাওয়া যায়,
শেষ বাঁশি বাজবে শেষে
মনে যেন রয়।


ফেয়ার-প্লে নিয়ম কানুন
মনে যেন রয়,
ভুল খেললে, আইন ভাঙ্গলে
সাজা পেতে হয়।

চড়ুইভাতি খেলতে এসে
কি পেয়েছি ভাই,
খেলা শেষের বাঁশির আগেই
মিলিয়ে নেওয়া চাই।