ঘাতকের বুলেট যখন তোমার প্রতি নিক্ষিপ্ত হলো
তখন পৃথিবীর সমগ্র ন্যায়, নীতি, আদর্শ
আর মানবতা লজ্জায় মুখ ঢেকে ফেললো।
অধিকার আদায়ের সংগ্রামের শহীদের আত্মা
আর ৭১-এর মুক্তিযুদ্বের এিশ লক্ষ শহীদের আত্মা
একসাথে এসে তোমার বাড়ীর চারদিকে অবস্থান নিয়েছিল।
ঘাতকের বুলেটে তোমার বুকের রক্ত যখন ফিনকি দিয়ে বের হলো
তখন সারা বিশ্বের সব শহীদের রক্তের সাথে
তোমার রক্ত মিলে মিশে অতি সবলীলভাবে
পবিত্রতার মহাসমুদ্রে পৌছে গেল।
ঘাতকের বুলেট যখন তোমার বুক বিদীর্ন করলো
তখন তোমার আত্মা হাসতে হাসতে
বিশ্বব্যাপী মুক্তিকামী মানুষের স্বাধীনতার
লড়াইয়ের শহীদদের আত্মার সাথে
কোলাকুলি করে চিরশান্তির নিবাসে প্রবেশ করলো।
তোমার দেহ আর আত্মা যখন পৃথক হলো
তখন দেশের জন্য আত্মদানকারী
বিপ্লবী নায়কদের আত্মা তোমার দেহকে
স্যালুট জানালো আর তোমার আত্মাকে
চিরশাšিতর আবাসের দরজায় দাড়িয়ে স্বাগত জানালো।
তুমি শেখ মুজিবর
মরে গিয়ে হলে তুমি অমর,
তুমি আর আসবেনা কভু ফিরে
রয়ে যাবে চিরদিন মানুষের অন্তরে,
তর্জনী উচিয়ে দিবেনা নির্দেশ, পরামর্শ,
ক্ষতি নেই, আছে তোমার রেখে যাওয়া আদর্শ।
তুমি শেখ মুজিবর রহমান,
যতদিন রইবে বিশ্ব চলবে মুক্তি আন্দোলন
তোমার নামে রচিত হবে মুক্তি সংগ্রামের গান
তোমাকে লাখো সালাম লাখো সালাম
ওহে শেখ মুজিবর রহমান।